শতপদী প্রাণির সন্ধান

৮০ বছর পর এই প্রথম আরেকটি শতপদী ক্ষুদ্র প্রাণির সন্ধান পাওয়া গেছে। এ প্রজাতির প্রাণির সর্বাধিক সাড়ে সাতশ’টি পা থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারনা। এর আগে ১৯২৬ সালে সর্বশেষ শতপদী প্রাণিটির দেখা মিলেছিল। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান বেনিটোর ছোট্ট একটি বাসায় এটি পাওয়া গিয়েছিল। ৮০ বছর পর সম্প্রতি গ্রিনভাইলের ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটির জীববিজ্ঞানীরা আবারও অভিযানে নামেন সান বেনিটোর সেই এলাকাটিতে। এবার নতুন একটি প্রজাতির ১২ টি শতপদীর সন্ধান পান তারা।

৮ জুন, ২০০৬ (দৈনিক যায় যায় দিন)